ডুমুরিয়ায় সাবেক ইউপি সদস্য রহিম হালদারের ইন্তেকাল

0
301

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সাবপক ৭নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিম হালদার (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-রাজেউন। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রন্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এলাকাবাসী ও নিহতের পরিবারিক সুত্র জানা যায়, উপজেলার গুটুদিয়া গ্রামের মৃত জয়নাল হালদারের ছেলে আব্দুর রহিম হালদার হৃদরোগে আক্রন্ত হয়ে গত দু’দিন আগে খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। মত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মত্যুর খবর শুনে স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা সরদার মাসুদ রানা, আ’লীগ নেতা সঞ্জয় দেবনাথ, নুরুল ইসলাম হালদার, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজাসহ বিভিন্ন শ্রেনী পেশাজীবি মানুষ তাকে দেখতে বাস ভবনে যান। এসময় তারা মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গুটুদিয়া ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।