ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর’র উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এলক্ষে ৪ নভেম্বর শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি এসএম মুস্তাকিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান।
আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিক আজিজ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা উজ্জ্বল ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, সমব্যয়ী এসএম গোলাম কুদ্দুস, কৃষ্ণপদ জর্দ্দার, অন্যুদুতি মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল প্রমূখ। অনুষ্ঠান শেষে ১৫টি সমবায় সমিতি ও ১৫ জন সমব্যয়ীকে ক্রেষ্ট প্রদান করা হয়।