ডুমুরিয়ায় শোভনার খেজুরতলা খাল খনন উদ্বোধন

0
295

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ার শোভনায় দীর্ঘদিন ভরাট হওয়া খেজুরতলা মরা খাল খননের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে ৩৫ লাখ টাকা বরাদ্দের এ খনন কাজ উদ্বোধন করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন খুলনা রিজিওয়ান’র নির্বাহী প্রকৌশলী হাসান মমতাজ, সহকারী প্রকৌশলী হাফিজ ফারুক, উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, বøু-গোল্ডের প্রতিনিধি আবু জাফর, ঠিকাদার লোকমান হোসেন, শোভনা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল বাওয়ালী প্রমূখ। উল্লেখ্য, শোভনা বলাবুনিয়া কালভার্ট হতে বলাবুনিয়া পশ্চিমপাড়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার খেজুরতলা খালটি দীর্ঘদিন ভরাট হয়ে সমতল ভূমিতে পরিনত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খালটি খনন হলে কদমতলা, বলাবুনিয়া, কাকমারী, নিমেরশীষে, গোপালনগর, নন্দীরমাঠমসহ ৪/৫টি বিলের পানি নিষ্কাশন হবে এবং এলাকার কৃষকরা তাদের ফসল উৎপাদনে উপকৃত পাবে।