ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ২দিন ব্যাপী ৩২ দলীয় কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুটুদিয়া সমাজসেবা অফিসের সামনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান। এসময়ে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নে সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল। আর এটা ধরে রাখতে হলে যুব সমাজকে সমাজের উন্নয়ন কর্মকান্ডে সক্রীয়ভাবে নেতৃত্ব দিতে হবে। নবীন ও প্রবীনদের সমন্বয়ে দেশ উন্নয়ন করা সম্ভব। সুস্থ্য বিনোদন, শারিরীক চর্চা মানুষকে ভালো পথে আনতে পারে। তবে জুয়া খেলা থেকে বিরত থাকবে হবে।’ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্যদেন শিক্ষা অফিসার জিএম আলমগীর হোসেন, আ’লীগ নেতা কাজী নুরুল ইসলাম, কাজী মজিদ, জিএম হাফিজুর রহমান, মফিজ সানা, কাজী পলাশ প্রমুখ।