প্রতিনিধি: ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী। তিনি তার বক্তব্যে বিগত বছরের উপজেলার মৎস্য সেক্টরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেনএবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, আ’লীগ নেতা শাহওেয়াজ হোসেন জোয়ার্দ্দারসহ সাংবাদিকবৃন্দ।