ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে মৎস্য খাদ্য বিক্রেতা লাইসেন্স মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শিল্পকলা একাডেমী ভবনে ফিতা কেটে ওয়ান ষ্টপ সার্ভিসের উদ্বোধন করেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
তিনি বলেন একই স্থানে বসে চালান জমা দিয়ে তাৎক্ষনিক পেয়ে যাচ্ছেন লাইসেন্স। এতে সময় ও অর্থ ব্যয়ও কম হবে। এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এসময় ৫৪ জন ব্যবসায়ীকে লাইসেন্স প্রদান করা হয় এবং সাগরে মাছ ধরতে গিয়ে নিহত দু’জেলের বিধবা স্ত্রী সাহস ও গোনালি এলাকার সুনিতা বিশ্বাস ও রবনা সরকার কে ৫০ হাজার করে ১লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।