ডুমুরিয়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নরপশু পিতা আটক

0
127
জাতির পিতার জন্মদিন আদর্শ বাস্তবায়নই হোক লক্ষ্য

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় মেয়েকে ধর্ষন চেষ্টার ঘটনায় পিতাকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামে কোরমান গাজীর পুত্র আবু মুছা গাজী (৪০) তার ১৩ বছর বয়সী কন্যাকে দুপুর আড়াইটার দিকে ঘরে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময়ে বাড়িতে কেউ না থাকায় মেয়েটি তার নরপশু পিতার লালসার শিকার হয়। ধস্তাধস্তির একপর্যায়ে লম্পট পিতার ছোবল থেকে ইজ্জত বাঁচাতে মেয়েটি চিৎকার দেয়। তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং নরপশু পিতাকে থানা পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলার প্রস্তুতি চলছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যেয়ে দেখি জনগন ওই নরপশু পিতাকে আটকে রেখেছে। মেয়েটি ক্রন্দনরত অবস্থায় ঘটনার সত্যতা প্রকাশ করে। এমন নরপিশাচ পিতার শাস্তি হওয়া দরকার।