ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় চিহ্নিত এক মাছ চোরকে হাতে নাতে ধরে গনধালাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার খলসী বিলের এক মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার চিংড়া গ্রামের ইনতাজ শেখের ছেলে চিহ্নিত চোর বেলায়েত শেখ(৪০) তার এক সহযোগিকে নিয়ে খলসী বিলে চুকনগর গ্রামের ঘের ব্যবসায়ী জনৈক এসএম রনির ঘেরে বিষ প্রয়োগ করে মাছ ধরছিল। এসময় পাশ্ববর্তি ঘের পাহাদাররা টের পেয়ে আনুমানিক ২০ কেজি গলদা চিংড়ীসহ বেলায়েতকে হাতেনাতে ধরলেও তার সহযোগি পালিয়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে জনগন চোরকে পুলিশের কাছে সোপর্দ করে। ধৃত চোর বেলায়েত শেখ গ্রাম ছেড়ে দীর্ঘদিন খুলনার জিরো পয়েন্ট এলাকায় বসবাস করে আসছে। সে দিনের বেলায় গল্লামারী এলাকায় কাঁচামালের ব্যবসা করে বলে জানা গেছে।