ডুমুরিয়ায় মসজিদে তালা মারার অভিযোগে ১৫ দিনের সাজা

0
409

প্রতিনিধি: অবশেষে ডুমুরিয়ার বামুন্দিয়া পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদে তালা মারার অভিযোগে ঘটনার মুলনায়ক ফকরুল হাসান কাশেমীকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম এ রায় ঘোষনা করেন। সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসি জানায়, ২০০৩ সালে বামুন্দিয়া পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদ ও এর সংলগ্ন একটি মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে এর কার্যক্রম চলে আসছিল। এমতবস্থায় ২০১৫ সালের ২৯ অক্টোবর স্থানীয় আবুল কাশেম গোলদার,তার ছেলে ফকরুল হাসান কাশেমী ও হারুন গোলদার অজ্ঞাত কারনে ওই মাদ্রাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় স্থানীয় মতিয়ার রহমান সরদার নামের এক মুসাল্লী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। তারই জের ধরে ফকরুল হাসান কাশেমী ওই মসজিদে তালা মেরে দেয়। খবর পেয়ে ওসি মোঃ হাবিল হোসেন,ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকার শত শত নারী-পুরুষ ক্ষোভে ফেটে পড়েন। গতকাল দুপুরে ফকরুল হাসান কে উপজেলা নির্বাহী অফিসে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৬০ সালের ১৯১ ধারায় গন উপদ্রব আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি মোঃ হাবিল হোসেন।