ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদকাসক্ত তার মা-বাবাকে পিটানোর অভিযোগে ৮মাস ও গন-উপদ্রব
আইনে দু‘যুবককে ১৫দিনের সাজা দেয়া হয়েছে।গতকাল রবিবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার পশ্চিম শোভনা এলাকার মোশারফ শেখের ছেলে রানা (২৮) নামের এক মাদকাসক্ত যুবক নেশাগ্রস্থ হয়ে শনিবার রাতে মা-বাবাকে মারপিট করে।এ ঘটনার পর স্থানীয়রা তাকে পুলিশে দেয়। এরপর ভ্রাম্যমান আদালতে তাকে ৮মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়। অপরদিকে খুলনার দোলখোলা এলাকার রহিম শেখের ছেলে সুমন শেখ (২৪) ও ফেরীঘাট এলাকার আলহাজ ব্যাপারীর ছেলে সাজু ব্যাপারী (২০) গতকাল সকালে উপজেলার তেলিখালী এলাকা থেকে ছাগল চুরি করে ইজিবাইকে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করে গনধোলাই দিয়ে পুলিশে দেয়। পরে উভয়কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন।