ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালত ৭ জুয়াড়ীকে ৩ হাজার ৫’শ টাকা জরিমান প্রদান করেছে। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের আদালত এরায় প্রদান করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ উপজেলার খলসী’র কোন্দালকাটা বিলে জনৈক তানভীর আহম্মেদের মৎস্য ঘেরের বাসায় অভিযান চালিয়ে জুয়া (তাস) খেলা অবস্থায় আরাজি সাজিয়াড়া গ্রামের সাইফুল ইসলাম(২৪), আছাবুর রহমান(৩৫), লিটু মোড়ল(২৬), নাছির শেখ(২২), বাপ্পী শেখ(২১), আলমগীর সরদার(২৮) ও মারুফ সরদার(২২)কে আটক কর। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত প্রত্যেক জুয়াড়ীকে ৫’শ টাকা হারে জরিমানা ধার্য করে আদায় করা হয়।