ডুমুরিয়ায় ভুল চিকিৎসায় ভিমরুলের কামড়ের শিকার শিশুর মৃত্যু

0
387

ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়ায় ভিমরুলের কামড়ে জিহাদ হোসেন (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু ও গুরুত্বর আহত হয়েছেন শিশুটির মাতা রহিমা বেগম (২৮)। আহত মাতা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার খরসংগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সুত্রে জানা যায় উপজেলার খরসংগ এলাকায় এনামুল হক গাজী নামের এক ব্যাক্তির বাড়ির পাশে থাকা একটি আম গাছে ভিমরুল বাসা বাঁধে। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় ৫/৬ জন যুবক ওই ভিমরুলের বাসা ভাঙ্গতে যায়। এ সময় ভিমরুল ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসলে ওই যুবকরা পালায় এবং সেখানে থাকা জিহাদ হোসেন নামের শিশুকে ভিমরুলে আক্রমণ করে। চিৎকার শুনে জিহাদের মা রহিমা বেগম ঘটনাস্থলে এসে জিহাদকে উদ্ধার করতে এসে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন। এরপর স্থানীয়রা অর্ধশত ভিমরুলের কামড়ের শিকার শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী বরুনা বাজারস্থ খোরশেদ আলী মেমোরিয়াল প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। এরপর কর্তব্যরত ডাঃ এবিএম দীন মোহাম্মাদ খোকা শিশুটিকে কয়েকটি ইনজেকশন দিয়ে ভর্তি করে নেয়। ভর্তির ২ ঘন্টা পর শিশুটি শঙ্কামুক্ত বলে রাত ১০ টার দিকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর রাত অনুমান দেড়টার দিকে শিশুটির করুণ মৃত্যু হয়। তার এ করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা প্রসঙ্গে জানার জন্য ডাঃ এবিএম দীন মোহাম্মাদ খোকা’র মুঠোফোনে একাদিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।