ডুমুরিয়ায় বিশ্ব ঐতিহ্য ‘৭ই মার্চের ভাষন’ উদযাপনে শোভাযাত্রা

0
308

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশন্যাল রেজিষ্টারে অন্তর্ভ’ক্তি হয়ে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের
স্বীকৃতি অর্জন করায় এক আনন্দ শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান,চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শোভাযাত্রাটি উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জোবায়েদ আলী মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শুধু মূখে নয়,বাস্তবে রুপ দিতে হবে।৭ই মার্চের ভাষন সমগ্র জাতীর একটি বড় অর্জন,পৃথিবী যতদিন থাকবে এ ভাষন ততদিন অক্ষত থাকবে। সভায় আরো বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সজীব আহমেদ খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান,সাংবাদিক,জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শ্রেনী পেশার মানুষ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।