ডুমুরিয়া প্রতিনিধি :
বার বার ডুমুরিয়া বাজারে চুরি হওয়ার ঘটনায় শনিবার রাতে বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন বাজার কমিটির সেক্রেটারী সাংবাদিক জিএম আব্দুস সালাম, দলিল লেখক সমিতির সভাপতি খান ফারুখ হোসেন, ব্যবসায়ী শেখ হাবিবুর রহমান, গাজী রকিবুল ইসলাম, জামিল আক্তার লেলিন, সরদার মনিরুজ্জামান, তুষার দত্ত, নৃপাল দেবনাথ, খান আরিফ হোসেন, গাজী আশরাফুল আলম, শাহরিয়ার খান, সিরাজ মীর, ওলিয়ার রহমান প্রমুখ। সভায় আগামী জানুয়ারীর মধ্যে মেয়াদ উত্তীন বারআনি বাজার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবী জানানো হয়। তা না হলে ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে মর্মে ঘোষনা দেয়া হয়। এসময় বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।