ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া বাজারস্থ অমৃত টেইলার্সে অসহায় নারী প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। গত ৬মাস যাবত গড়ে তোলা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছেন অনিতা রায় নামের এক বিধবা মহিলা। বড় বাজার অভিমূখে ভদ্রা সড়কের পাশে অবস্থিত অমৃত টেইলার্সে সরেজমিনে গিয়ে দেখা যায় বাক-প্রতিবন্ধী অসহায় কিছু স্কুল ছাত্রী দর্জি প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছে। তাদের মধ্যে শারমিন খাতুন (১৩), রতœা খাতুন (১৪) ও ইয়াসমিন খাতুন (১৬) সাথে কথা হয়। মুখে কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে তারা প্রকাশ করেন মাত্র ৩ মাসের প্রশিক্ষণে তারা স্যালোয়ার, কামিজ, ছায়া, ব্লাউজ, মেক্সিসহ সব ধরনের লেডিস পোষাক কাটিং ও সেলাই কাজ শিখেছে। এনিয়ে কথা হয় প্রতিষ্ঠানের পরিচালক অনিতা রায়ের সাথে তিনি বলেন বাক-প্রতিবন্ধী হলেও এরা খুব অল্প সময়ে দক্ষতার সাথে কাজ শিখেছে। এখন নিজেরাই কাটিং ও সেলাই করতে পারে। মেয়েগুলি খুবই অসহায় ও হতদরিদ্র এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন তারা কাজ শিখেছে ঠিকই কিন্তÍু সেলাই মেশিন কেনার মত সমর্থ তাদের নেই। এজন্য সরকারের জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ প্রসঙ্গে কথা হয় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর কো-অর্ডিনেটর শুভদ্রা মন্ডলের সাথে তিনি জানান, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় ডুমুরিয়ায় অমৃত টেইলার্স সহ ১৯টি প্রতিষ্ঠানে নারী প্রতিবন্ধী ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এক্ষেত্রে প্রতি প্রশিক্ষণার্থীকে প্রতিমাসে ৮‘শ টাকা অনুদান দেয়া হয়। যেন সমাজের এই অবহেলিত নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারে।