ডুমুরিয়ায় পিকআপ উল্টে ৩জন আহত

0
415

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার নরনিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল খেলা দেখতে যাওয়া পথে গতকাল সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত হয়েছে। আহতদেরকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যেক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা যায়, খর্ণিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে (খুলনা মেট্রো- ১১-০৮২৬) চুকনগরের নরনিয়া ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। পিকআপটি খর্ণিয়া ব্রীজ পার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছে গিয়ে ধাক্কা লেগে উল্টে পড়ে। এসময়ে পিকআপে থাকা যাত্রী রানাই গ্রামের মৃনাল দাস(২৫), শোভনা গ্রামের গৌতম আইস(৪৫) ও তৃপ্তী আইস (৪০) আহত হয়।