ডুমুরিয়ায় পিকআপসহ দু’গরু চোর আটক

0
410

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় পিকআপে করে গরু চুরি করে নিয়ে যাওয়া পথে পুলিশের হাতে আটক হয়েছে দু’চোর। গত শনিবার রাতে উপজেলার ধামালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে ধামালিয়া এলাকার অতিয়া তরফদারের ছেলে মজনু তরফদার (২৫) ও তার সহযোগী একই এলাকার পিকআপ ড্রাইভার মুনছুর আলীর ছেলে সবুজ বিশ্বাস (২৮) ধামালয়া গ্রামস্থ তৌহিদুজ্জামান রাতুলের গোয়ালে থাকা একটি গাভী চুরি করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। গাভীটি পিকআপ যোগে নিয়ে যাবার পথে খুলনা জিরোপয়েন্ট এলাকায টহলরত পুলিশের হাতে আটক হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ হাবিল হোসেন বলেন,চুরিকৃত গাভীটি উদ্ধার ও পিকাাপটি জব্দ করা হয়েছে এবং আটক চোর দ্বয়কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।