প্রতিনিধি : ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ব্লু-গোল্ড প্রোগামে পানি ব্যবস্থাপনা দল গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশু প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার গোনালী কদবেলতলা বাজারে আয়োজিত জনাকীর্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আ’লীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরে ব্লু-গোল্ড প্রগোমের আওতায় উপজেলার খর্নিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পানি ব্যবস্থাপনা দল গঠনের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় গত ১০ মে ৬নং ওয়ার্ডের কদবেলতলা বাজারে ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার’র উপস্থিতিতে সাবেক ইউপি সদস্য নওশের আলী সরদার ওরফে খোকনকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে চেয়ারম্যান বর্তমান ইউপি সদস্য রনজিৎ কুমার দেবনাথ সহ ৫ সদস্যের একটি বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দায়িত্ব অর্পন করেন। বোর্ড সদস্যরা বিভিন্ন শ্রেণী পেশার লোক নিয়ে ১২ সদস্য বিশিষ্ট একটি তালিকা জমা দেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ব্লু-গোল্ড প্রোগ্রাম’র মাঠ কর্মী লিজা হালদার’র যোগসাজসে নীতিমালা ভঙ্গ করে ৮জনকে বাদ দিয়ে তাদের মনোনীত লোকদের নাম বসিয়ে একটি কমিটি গঠন করা হয়। যাহা এলাকাবাসী কোন অবস্থায় মেনে নিতে পারছে না। আশু ওই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন পূর্বক এলাকার উন্নয়ন নিশ্চিত করতে জোর দাবী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, স্বদেশ দে, নিরাপদ দেবনাথ, শেখ মফিজুল ইসলাম, জেসমিন আক্তার, তাসলিমা বেগম, আব্দুল কাদের, রহিম শেখ সহ অনেকে।