ডুমুরিয়ায় তবলিক জামায়াতের সাইনবোর্ড উঠানোর অভিযোগ

0
371

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
শুক্রবার বিকালে ডুমুরিয়ার ভদ্রা সড়কস্থ বায়তুন্নাজাত জামে মসজিদ সংলগ্œ দক্ষিন পাশে টানানো তবলিক জামায়াতের সাইনবোর্ডটি উঠানোর অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমিটির সভাপতি এইচএমএ রউফ জানান, গত এক বছর আগে এ মসজিদটি স্থাপন করে স্থানীয় মুসাল্লিরা নামাজ আদায় করে আসছে। মসজিদের দক্ষিন পাশে (পরিত্যক্ত জায়গায়) তবলিক জামায়াতের একটি মাশোয়ারা স্থান নির্ধারণ করে একটি সাইনবোর্ড টানানো হয়। শুক্রবার বিকালে দেখি সেই সাইনবোর্ডটি সেখানে নেই। এ প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অবঃ) বীর বিক্রম এইচএমএ গাফ্ফার বলেন, কে-বা-কারা আমার রেকর্ডীয় জমিতে ওই সাইনবোর্ডটি টানিয়েছিল। আমি উপস্থিত থেকে সেটি উঠায়ে ফেলি। তবে কারা একাজ করেছে স্থানীয়রা কেউ বলতে পারেনি।