ডুমুুরিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। শুক্রবার রাতে ঘুমের মধ্যে স্টোক করে মৃত্যুবরণ করেন খলশী গ্রামের ভাইছত্যা খ্যাত আব্দুল হামিদ মোল্লা (ইন্না…রাজেউন)। খবর পেয়ে শনিবার সকালেই মরহুমের বাড়িতে যান সাংবাদিক জাহাঙ্গীর। তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বিকেল ৪ টায় মৃত্যুবরণ করেন সাজিয়াড়া গ্রামের ওমর শেখ (ইন্না…রাজেউন)। খবর পেয়ে সন্ধ্যায় তার বাড়িতে যান। রাত ৯ টায় আরাজি ডুমুরিয়া শাহী জামে মসজিদে নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ডুমুরিয়া বাজারের সাবিনা বেগম, ফাতেমা ক্লিনিকে চিকিৎসাধীন দক্ষিন ডুমুরিয়া গ্রামের মতিন মোল্লার স্ত্রীকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া সকালে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নলঘোনা বিলে কৃষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর পবিত্র বৈরাগীর বাড়িতে কালীপূজায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন আবুল কালাম সরদার, সোহরাব শেখ, সাঈদ ফকির, নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।