ডুমুুরিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম শনিবার দিনব্যাপী গনসংযোগ করেন। সকাল ৭ টায় পশ্চিম ডুমুরিযায় মোস্তফার চায়ের দোকানের সামনে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। পরে ওই এলাকার প্রতিটি বাড়িতে যেয়ে নারী-পুরুষ সকলের সাথে কুশল বিনিময় করেন। দুপুরে দক্ষিন ডুমুরিয়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আতিয়ার রহমান বিশ্বাসের ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি সাজিয়াড়ার আনিস গাজী, আরাজি ডুমুরিয়ার জসিম উদ্দীনকে দেখতে যান। তাদের চিকিৎসার সাবিৃক খোজঁ খবর নেন। এর আগে বেলা ১১ টায় মির্জাপুর উত্তর মাথায় সকল শ্রেনীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে খলশী গাজীপাড়া ও শেখপাড়ায় সকল মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শেখ রিজাউল ইসলাম, আলতাপ বিশ্বাস, নজরুল বিশ্বাস, হারুনুর রশিদ বাবু, নওশের সরদার, আল আমিন মোড়ল, মফিজুর রহমান, জাফর সিকদার, মোহির মোড়ল, বাধণ মন্ডল, এস কে বাপ্পি, বিল্লাল হোসেন প্রমুখ।