ডুমুরিয়ায় জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার যুব সংঘ মাঠে আয়োজিত ফুটবল খেলায় বালক শাহপুর মাধ্যমিক বনাম উলা মইখালী মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বান্দা উচ্চ মাধ্যমিক বনাম রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয় একাদশ অংশ গ্রহন করে। খেলায় উলা মইখালী মাধ্যমিক একাদশ ৪-২ গোলে শাহপুর মাধ্যমিক একাদশকে পরাজিত করে এবং বান্দা উচ্চ মাধ্যমিক ৪-২ গোলে রংুপুর কালিবাটি মাধ্যমিক বালিকা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওঃ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্যদেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। খেলা পরিচালনা করেন জামিল আকতার লেলিন ও ধারা বর্ননায় ছিলেন শেখ আমজাদ হোসেন ও আছফর হোসেন জোয়ার্দ্দার। প্রতিনিধি