ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ার শোভনা ইউপি সদস্য তুলশী রানী মন্ডলের দেবর কৃষক মহানন্দ মন্ডল(৫০) স্ট্রোক জনিত কারনে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি বাদুরগাছা গ্রামে পরোলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদুরগাছা মঠ মন্দির মহাশ্মশানে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।