ডুমুরিয়ায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ‘র উদ্বোধন

0
315

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‘র আয়োজনে (১-৭) অক্টোবর কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ‘র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৫-১৬) বছর বয়সী শিশুর কৃমি নাশক ট্যবলেট খাইয়ে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উদ্বোধনী সভার সভাপতি ডাঃ এএসএম মারুফ হাসান।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন ডুমুরিয়ায় ৪‘শ ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৩হাজার ২‘শ ৮৬ জন শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। আশা করি নির্দৃষ্ট সময়ের মধ্যে শত ভাগ লক্ষমাত্রা পূরন করতে পারবো। সভায়
বক্তব্যদেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির,ইপিআই জিএমএ সামাদ,স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম মোল্লা,প্রধান শিক্ষক রেহেনা পারভীন প্রমুখ।