ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, অর্থনীতিবিদ ও আওয়ামীলীগনেতা ড. মাহাবুব-উল ইসলাম শরাফপুর ইউনিয়নের ঝালতলা বিলে ঘ্যাংরাইল নদীতে নিজ অর্থায়নে ৬০ ফুট দৈর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মান করেছে। সাকোটি নির্মানে কালিকাপুর, সেনপাড়া ও ঝালতলা এলাকার হাজার মানুষ চলাচলে দারুন উপকৃত হবেন। এ সময় উপস্থিত ছিলেন আ‘লীগ নেতা জবেদ আলী খাঁ,বাবর আলী শেখ,শেখ জহুরুল ইসলাস,শেখ নুরুল ইসলাম,ডাবলু মন্ডল,শেখ মুজিবুর রহমান,গোকুল হালদার,পলাশ বাকচি,কাজী জসিম উদ্দিন মুক্ত,শেখ আঃ জব্বার,মহাদেব গাইন,শ্যামল দাস,রবিন মন্ডল প্রমুখ।