ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিকের সভাপতিত্বে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, দুদকের সহকারী পরিচালক খুলনার নাজমুল হুসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ডুমুরিয়া শাখার আবুল বাশার আজাদ, কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম, থানার ওসি তদন্ত তারক চন্দ্র বিশ্বাস, অধ্যাঃ গোপাল কৃষ্ণ সরকার, অধ্যাঃ খান নুরুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ রফি, মুক্তিযোদ্ধা মাহাবুব রহমান, ফিরোজ রহমান, আতিয়ার রহমান মোড়ল, নাজিম উদ্দিন, মোশাররফ হোসেন কচি, শিক্ষক হারুন-অর-রশিদ খান, আবু তারেক খান, জাহিদুর রহমান বিপ্লব প্রমুখ।