ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় গরু ব্যবসার নামে প্রতারনার ফাঁদে ফেলে ৪ প্রতারকের হাতিয়ে নেয়া ১৮ লক্ষ টাকা মূল্যের ২০টি গরু আজও উদ্ধার হয়নি। ঘটনার পর ২৩ দিন পেরিয়ে গেলেও এর কোন হদিস না মেলায় সর্বশান্ত হয়ে পড়েছে ভূক্তভোগী পরিবার গুলি। তবে পুলিশ বলছে ঘটনার সত্যতা পাওয়া গেছে শিগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায় উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ী এলাকার গরু ব্যবসায়ী মহিত মোড়ল, অতিয়ার শেখ ও মঞ্জু সরদার ফুলতলা উপজেলার ছাতিয়ানি গ্রামস্থ জিয়া মোল্যা, জোবায়ের হোসেন, জমির খাঁ ও সরোয়ার মোল্যার সাথে যৌথ ভাবে বেশ কিছু দিন পূর্বে থেকে গরুর ব্যবসা করে আসছে। তারই জের ধরে পবিত্র ঈদ-উল আযহা কে সামনে রেখে গত ৩০ জুলাই ভুক্তভোগি মহিত, আতিয়ার ও মঞ্জু নিজ এলাকা থেকে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের ২০টি এঁড়ে গরু বাকিতে ক্রয় করে। এরপর গরুগুলি চড়াও দামে বিক্রির নামে কথিত ব্যবসায়ী অংশীদার জিয়া মোল্যা, জোবায়ের হোসেন, জমির খাঁ ও সরোয়ার মোল্যা গরুগুলি নিয়ে আসে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় কথিত ওই ব্যবসায়ীরা প্রতারনার পথ অবলম্ভন করে গরুগুলো নিয়ে উধাও। এ ঘটনায় সর্বশান্ত হয়ে পথে বসেছে ভুক্তভোগি পরিবার গুলি। ঘটনা প্রসঙ্গে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান এ ঘটনায় শিঘ্রই প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।