ডুমুরিয়ার শোভনায় জাতীয় শোক দিবস পালিত

0
366

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ‘লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ
বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পার মাদারতলা মোবাইল টাওয়ার মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ‘লীগের সভাপতি প্রণব কান্তি সরদার। প্

রধান অতিথি ছিলেন জেলা আ‘লীগ নেতা এ্যাডঃ রবিন্দ্র নাথ মন্ডল।আ‘লীগ নেতা দিপক তরফদারের পরিচালনায় বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার,অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার,যুব লীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ,চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,শিবপদ গোলদার,প্রভাষক ব্রজেন সরকার,ইউপি সদস্য দেব্রত সরদার,শিলা রানী মন্ডল,বিকাশ মন্ডল,রাজিউল বারি সৈকত,ললিতা সরদার,দিপাী রানী,প্রতাপ সরদার,সাধন কুমার সরদার,স্বপন তরফদার,সেবানন্দ সরদার,মিলটন সরকার প্রমুখ। সভা শেষে গণভোজ পরিবেশন করা হয়।