ডুমুরিয়ার বৈঠাহারায় কালী পুজা উপলক্ষে ৪দিনের অনুষ্ঠান আজ শুরু

0
368

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
প্রতিবছরের ন্যয় এবারো ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা মহাশ্মশান মঠ মন্দিরে শ্রীশ্রী কালী পুজা উপলক্ষে ৪দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তালা ও ডুমুরিয়া উপজেলার ৫গ্রাম বৈঠাহারা, আধারমানিক, খলসীবুনিয়া, খরেরাবাদ ও কাঠবুনিয়া গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বর্ষীয় এ অনুষ্ঠানকে ঘিরে রং বে রংয়ের তোরণ ও আলোক সজ্জ্যায় সাজানো হয়েছে। সেখানে বিভিন্ন ধরণের প্রতিমা নির্মান করা হয়েছে। মেলা স্টলে বসেছে নানা রকমের পসরা। মরা সালতা নদীর তীরে দু’উপজেলার মানুষের ঢলে প্রতিবছরে এ অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।
এবার অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজ (শুক্রবার) সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শ্রীশ্রী কালী মায়ের পুজা, ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় মহিলাদের ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতা এবং রাত ১০টায় সামাজিক যাত্রাপালা, ১৯ নভেম্বর রোববার সকাল ১০টায় পুরুষদের ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতা এবং রাতে খুলনা শিল্পীদের সমন্বয় কনসার্ট, ২০ নভেম্বর সোমবার রাত ১০টায় ঢাকা-খুলনার শিল্পীদের সমন্বয় এবং আরিফ উর রহমান (সোহাগ)’র পরিচালনায় আকর্ষনীয় কনসার্ট। পুজা কমিটির সভাপতি অবঃ শিক্ষক নির্মল কান্তি বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য বিষ্ণুপদ মন্ডল জানান, এবছর আমরা ব্যাপক আয়োজন করেছি। অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তার জন্য ১০০জন স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। আশাকরি দর্শনার্থীরা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।