ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মূখর পরিবেশে গতকাল বুধবার দিনব্যাপী স্কুল ক্যাম্পাসে শান্তিপুর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সংরক্ষিতসহ ৫টি অভিভাবক সদস্য পদের নির্বাচনে ১১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচন সংশিষ্ট সুত্রে জানা যায়, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্কুল ক্যাম্পাসে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৪৭০জন ভোটারের মধ্যে ৩৮৯জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস জানান, জ্যোর্তিময় গোলদার ১৭৬ ভোট, গোবিন্দ মন্ডল ১৭৫ ভোট, বাবর আলী গাজী ১৭০ ভোট ও মনোরঞ্জন মন্ডল ১৫৮ ভোট এবং সংরক্ষিত পদে চম্পা মন্ডল ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনে সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সহকারী মাধ্যমিক কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ সরকার ও থানা পুলিশের এসআই কেরামত আলী।