ডিজিটাল নিরাপত্তা নয়, প্রাধান্য পাবে তথ্য অধিকার আইন

0
315

নিজস্ব প্রতিবেদক :
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য অধিকার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্য সব আইনের ওপরে প্রাধান্য পাবে তথ্য অধিকার আইন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য প্রাপ্তি সংক্রান্ত ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য অধিকার আইনের ধারা তুলে ধরে মরতুজা আহমদ বলেন, তথ্য অধিকার আইনের ৩ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, প্রচলিত অন্য কোনো আইনে তথ্য প্রদানের বাধা সংক্রান্ত বিধানাবলী, এ আইনের বিধানাবলীর সঙ্গে সাংঘর্ষিক হলে, এ আইনের বিধানাবলী প্রাধান্য পাবে।

‘ডিজিটিল নিরাপত্তা আইন-২০১৮’ এর তথ্য অধিকার সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে- আইনের কোনো বিধান অসামঞ্জস্য হলে, যেটুকু অসামঞ্জস্য হবে ততোখানি এ আইনে কার্যকর থাকবে। তবে তথ্য অধিকার সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে তথ্য অধিকার আইনের বিধানাবলী কার্যকর থাকিবে’ বলেন প্রধান তথ্য কমিশনার।

তিনি বলেন, আইনের এ ব্যাখ্যায় স্পষ্ট তথ্য অধিকার আইনের সব বিধান অন্য সব আইন এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের ওপরেই প্রাধান্য পাবে বলা হয়েছে। সে জন্য তথ্য অধিকার আইন বেশি প্রচার ও প্রসার হলে তা সবার জন্য রক্ষাকবচ হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মরতুজা আহমদ বলেন, বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে ও কার্যালয়ে তথ্য কর্মকর্তার নাম উল্লেখ করতে হবে। সবাই তথ্য দিতে বাধ্য। কেউ অসত্য বা খণ্ডিত তথ্য দিতে পারবে না। আর তথ্য না দিলে তার শাস্তি হবে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশে ১ হাজার ১২০টি দৈনিক পত্রিকা, ৩০টি টিভি, ২৮টি এফএম রেডিও, ৩২টি কমিউনিটি রেডিও এবং অসংখ্য অনলাইন পত্রিকা রয়েছে। এটাই প্রমাণ করে এ দেশের মানুষের বাক স্বাধীনতা আছে।