খেলা ডেস্ক, খুলনা টাইমস:
বিসিএলে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেন মমিনুল হক।গতকাল সেঞ্চুরি করে অপরাজিত থাকা মমিনুল ডাবল সেঞ্চুরি করতে ভুললেন না, আজকে ব্যাট করতে নেমে সাবলীল ভাবেই পূরন করে ফেললেন ঠিকই।
মমিনুল হকের ইনিংস:
রান: ২০০*
বল: ২৫৫
চার: ১৯
ছয়: ২
স্ট্রাইকরেট: ৭৮.৪৩
অভিনন্দন মমিনুল হক