আন্তর্জাতিক ডেস্কঃ বাণিজ্য প্রসারিত করার জন্য ডলারের পরিবর্তে তুরস্ক ও ইরান নিজস্ব মুদ্রা ব্যবহার করবেন। এজন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করার কথা বলেন দেশ দুটো। ইরান-তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলারের উদ্বিৃতি দিয়ে এ খবরটি নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম আইআরআই।
সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে বলে জানান উমিত কিলার। নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।