ট্রাম্পের পক্ষে কথা বললেন মেরকেল

0
300

খুলনা টাইমস:
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গত চার বছরে ট্রাম্পের সঙ্গ একাধিকবার মেরকেলের মতবিরোধ দেখা দিলেও ক্যাপিটলের ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় চিন্তা বেড়েছে জার্মান চ্যান্সেলরের। তার মুখপাত্র জানিয়েছেন, চ্যান্সেলর মনে করেন, মতপ্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যান্সেলরের মনে হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। ট্রাম্পের অনেক টুইট ঠিক নয়, এটি মেরকেলও জানেন। তা সত্ত্বেও মতপ্রকাশের অধিকার নিয়ে কোনো বেসরকারি সংস্থা সিদ্ধান্ত নিতে পারে না, সরকারই আইন মেনে সিদ্ধান্ত নিতে পারে। ক্যাপিটলর ঘটনায় পাঁচজনের মৃত্যুর পরই টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ওই সংঘর্ষে পুলিশসহ মোট ছয়জন প্রাণ হারায়। ট্রাম্পের টুইটের ফলে আরও সহিংস ঘটনা ঘটতে পারে এ যুক্তি দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে টুইটার।