ট্রাম্পকে ইমপিচমেন্টের জন্য প্রস্তাব উত্থাপন

0
295

খুলনা টাইমস:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রস্তাব উত্থাপন করেছেন। ক্ষমতা হস্তান্তরের আর মাত্র বাকি নয় দিন। এই শেষ সময়ে তাকে সরিয়ে দিতে স্থানীয় সময় সোমবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেয়ার অভিযোগ আনা হয়েছে। যদি শেষ পর্যন্ত তাকে ইমপিচমেন্ট করা হয় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুই বার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর ট্রাম্পকে ইমপিচ করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের বিল পাস হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে ক্যাপিটল ভবনের ঘটনায় অনেক রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।