টুঙ্গিপাড়ায় বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী আলোচনা সভা

0
285

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্য বিবাহ, যৌতুক বিরোধী ও সন্ত্রাস জঙ্গিবাদ নিধনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ইসলামিক ফাউন্ডেশন টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে উপজেলার পাটগাতী বাজার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার উপ-পরিচালক মাসুদুল হক লাবিব বলেন, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিধনের লক্ষে ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় এসব বিষয়ে আলোচনা সভা করার নির্দেশ প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার ফিল্ড অফিসার চপ্পল মাহামুদ,উপজেলা ফিল্ড সুপার ভাইজার সাইফুল ইসলাম, মডেল কেয়ারটেকার রোমান, সাধারন কেয়ারটেকার ইলিয়াসুর রহমান, আব্দুল হান্নান, মওলানা আতাউল্লা সহ প্রমূখ। এরপর ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তির মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে এ সভার সমাপ্ত হয়।