টুঙ্গিপাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা

0
371

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় পহেলা বৈশাখের উৎসবে মেতেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থী ও সব বয়সের মানুষ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার মঙ্গল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। এরপর জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে  শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার,সাবেক পৌর মেয়র ইলিয়াস সর্দ্দার, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক,প্রভাষক কামাল হোসেন,বাবর উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) ফিরোজ আলম,  এস আই রতন বৈরাগী,বঙ্গবন্ধু স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার,সহকারী শিক্ষক আফরোজা খানম,মনিকা শীল, আরিফা খানম ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলাসহ নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।