টুঙ্গিপাড়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকরনে লিফলেট বিতরন

0
320

সজল সরকার টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ)ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকরনে উপজেলার ৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিফলেট বিতরন কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাকিব হাসান তরফদার।
এসময় লিফলেটের একটি অংশে শিক্ষার্থীদের মা বাবার নাম লিখে পূনরায় ওই অংশ স্কুলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
এছাড়া লিফলেটে নিরাপদ সড়ক নিশ্চিতকরনে শিক্ষার্থীদের বিভিন্ন আদেশ ও উপদেশ দেয়া হয়েছে।
এসময় সহকারী শিক্ষা অফিসার রামপ্রসাদ সরকার, সহকারী প্রোগ্রামার আসলাম ফেরদৌস, ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক মুন্সী, সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।।