সজল সরকার টুঙ্গিপাড়া,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরাপদ সবজি ও ফল উৎপাদন বিষয়ক প্রশিক্ষন হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেপন এজেন্সি (জাইকা) র অর্থায়নে মঙ্গলবার সারা দিন ব্যাপী উপজেলা হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ।
দিনব্যাপী প্রশিক্ষনে কৃষকদের নিরাপদ সবজি ও ফল উৎপাদনে নানারকম প্রশিক্ষন ও পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল উদ্দিন বলেন, এ প্রশিক্ষনের মাধ্যমে আধুনিক চাষাবাদ বিষয়ে জ্ঞান বৃদ্ধি করবে। যার ফলে প্রতি ঘরে ঘরে নিরাপদ সবজি ও ফল উৎপাদিত হবে।
এসময় উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, জাইকার ইউডিএফ প্রভাস মন্ডল, কৃষকলীগ সম্পাদক আসলাম সর্দ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।।