টুঙ্গিপাড়ায় নানা কর্মসুচিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালন

0
529

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা কর্মসুচিতে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেক কাটা ও মিষ্টি বিতরনের মধ্যে দিয়ে কর্মসুচির সূচনা হয়। এরপর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে পদযাত্রা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোলায়মান বিশ্বাস,শেখ জাহাঙ্গির হোসেন,যুগ্ন সম্পাদক মো:এমদাদুল হক বিশ্বাস,শেখ সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক আব্দুল সামাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস,সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন সহ প্রমুখ।
এরপর বিকালে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।