টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বেলা ১১ টায় উপজেলার পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার।
উদ্বোধনী অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, স্থানীয় আ.লীগ সম্পাদক আবুল বাশার খায়ের, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল উদ্দিন সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয় এবং র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।