টুঙ্গিপাড়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

0
664

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি\\
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রবিবার দুপুরের দিকে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে উপজেলা  অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং টুঙ্গিপাড়া থানা সমন্বয় কমিটির আহবায়ক সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার সাইদুর রহমান খান।
কমিউনিটি পুলিশিং সভায় বিশেষ অতিথি হিসাবে গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গির হোসেন উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভার আয়োজন করা হয় ও বক্তারা পুলিশের কার্যক্রমের নানা বিষয় আলোচনা করে।
এর আগে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি টুঙ্গিপাড়া অডিটোরিয়াম থেকে বের হয়ে থানা পর্যন্ত গিয়ে পুনরায় সেখানে ফিরে আসে।