সংবাদ বিজ্ঞপ্তি:
দাকোপ উপজেলার এলবিকে মহিলা কলেজের মেধাবী ছাত্রী জয়ী মন্ডলের আত্মহত্যার ঘটনায় মুল আসামী ইনজামাম মির্জা গতকাল রোববার দুপুরে আদালতে আত্মসমর্পন করে। এ সময়ে গন্যমাধ্যম কর্মীরা তার ছবি তুলতে গেলে ইভটিজার ইনজামামের পক্ষে আইনজীবী পারভেজ আলম সাংবাদিকদের আশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ছবি তুলতে বাধা দেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নিয়ামুল হোসেন কচি, সহ সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সম্পাদক জাকারিয়া হোসেন তুষার, কোষাধ্যক্ষ আমিনুর রহমান নিউটন, নির্বাহী সদস্য মেহেদী হাসান পলাশ, শেখ রাসেল, শাহজালাল মোল্লা মিলন, রকিবুল ইসলাম মতি, আজিজুল ইসলাম, আমির সোহেল, খায়রুল আলম, আরিফ বিল্লাহ, শেখ জুয়েল, আরাফাত হোসেন অনিক, আবুল বাশার, মনিরুল ইসলাম সাগর, সোহেল, রফিক আলী সুদীপ।