টিকে থাকার লড়াইয়ে কোহলির একাদশে ৩ পরিবর্তন

0
424

স্পোর্টস ডেস্কঃ
আইপিএল ২০১৮ আসরে শক্তিশালী দল গঠন করেও সেরা ছন্দে নেই কোহলির রয়্যাল চ্যালের্ঞ্জাস বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির জন্য আজ হারলে কোয়ালিফার করা প্রায় অনিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থাও খুব ভালো নয়।সমান ৭ ম্যাচ খেলে মুম্বাই আছে টেবিলে ৬ নাম্বারে বেঙ্গালুরু ৭ নাম্বারে। দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। হারলে উভয়ের জন্য কোয়ালিফায়ার রাউন্ড খেলা কঠিন হয়ে যাবে। তাই আজ জিততে মরিয়া থাকবে দু‘দল।এমন হাইভোল্টেজ ম্যাচে বেঙ্গালুরুর জন্য সুখবর হচ্ছে অসুস্থতা কাঁটিয়ে আবারো দলের সাথে যোগ দিচ্ছেন ডি ভিলিয়ার্স।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ‍মুখোমুখি হবে দু‘দল। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক বেঙ্গালুরুর রণ কৌশল।

পরিবর্তন
অসুস্থতা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারো ২২ গজে ফিরছেন আব্রাহাম বেনঞ্জামি ডি ভিলিয়ার্স। সেক্ষেত্রে যায়গা হারাতে হতে পারে ওপেনার ব্রেন্ডন ম্যাককালামকে। মানান বোহরার পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে শরফরাজ খানকে।এছাড়া শেষ দিকে ব্যর্থ কোলিন ডি গ্রান্ড হোমের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে।

পজিশন
বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার বরাবরই ভালো। সেখানে ডি ভিলিয়ার্স যোগ দিলে আরও শক্তিশালী হবে।তাই ডি ককের সাথে আবারো ওপেনিং করতে দেখা যাবে বিরাট কোহলিকে। তিন নাম্বারে টি-২০ক্রিকেটের পোষ্টার বয় ডি ভিলিয়ার্স।মিডল অর্ডারে সরফরাজ খান ও মানদীপ সিং।বেঙ্গালুরুর সবচেয়ে দূর্বলতার জায়গা ফিনিশিং কোরি এন্ডারসন-কোলিন ডি গ্রান্ড হোমের ব্যর্থতার পর আজ এই জায়গায় দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে।

পয়েন্ট টেবিল
মুম্বাই ইন্ডিয়ান্স-৬
রয়্যাল চ্যালের্ঞ্জাস বেঙ্গালুরু-৭

হেড টু হেড
ম্যাচ-২২
রয়্যাল চ্যালের্ঞ্জাস বেঙ্গালুরু-৮
মুম্বাই ইন্ডিয়ান্স-১৪

ট্রাম্পকার্ড
বেঙ্গালুরু টিমের সবচেয়ে বড় নাম ডি ভিলিয়ার্স। প্রোটিয়া ব্যাটিং দানব যদি ম্যাচ ফিনিশ করতে পারে তবে সেটা হবে কোহলির জন্য সবচেয়ে বড় পাওনা।

সর্বশেষ সাক্ষাৎ
সর্বশেষ দেখায় বেঙ্গালুরুকে ৪৬ রানের বড় ব্যবধানে হারায় মুম্বাই। সেই ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৯৪ রান করেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

যেসব টিভি চ্যালেন সরাসরি সম্প্রচার করবে: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।

বিদেশি কোটায় চার ক্রিকেটারঃ ডি কক, ডি ভিলিয়ার্স, মঈন আলী, টিম সাউদি।

বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক, বিরাট কোহলি (অধিনায়ক), ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, মানদীপ সিং, মঈন আলী, মুরগান অশ্বিন, টিম সাউদি, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।