টাইমস প্রতিনিধি:
ঝিনাইদাইদহ শহরে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
মঙ্গলবার গভীর রাতে মুজিব চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম বিল্লাহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি মাসুম বিল্লাহ ঝিনাইদহ শহরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।