ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
440

টাইমস্ ডেস্ক:

ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান লিলু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিজুর রহমান লিলু ঝিনাইদহ সদর উপজেলার হাবিবুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, দুপুরে মোটরসাইকেলে করে শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিলেন আজিজুর রহমান লিলু। পথে আরাপপুর হিরা বেকারির সামনে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে লিলু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।