জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

0
271

খুলনাটাইমস: জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় জয় হোসেন নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুল তলীর জয়পুরহাট-বদলগাছী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান। নিহত জয় হোসেন সদর উপজেলার চকগোপাল গ্রামের গোলজার হোসেনের ছেলে এবং জয়পুরহাট বরেন্দ্র ক্যাম্পাস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পরিদর্শক রায়হান বলেন, দুপুরে জয় বাসা থেকে বের হয়ে সাইকেলে করে বন্ধুর বাসায় যাচ্ছিল। পরে বন্ধুর বাসার সামনে পৌঁছানোর পর বদলগাছীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান রায়হান।