জেলা মাদকদ্রব্য অভিযানে ফেনসিডিলসহ আটক ১

0
402

নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমস:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ হাবিবুর রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বুধবার রাত সাড়ে ১০ টার পর নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে গোয়েন্দার শাখার পরিদর্শক পারভীন আক্তার উক্ত এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার থেকে মোঃ লুৎফর রহমানের পুত্র হাবিবুর রহমানকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামি সাতক্ষীরা জেলা দেবহাটা থানার বেহাড়া গ্রামের বাসিন্দা।