জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ২

0
526

নিজস্ব প্রতিবেদক:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গঠিত ট্যাস্কফোর্সের একটি টিম পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে শেখ রুবেল (২৫) ও মোঃ ইবাদুল ভুইয়া (২৫)। বৃহস্পবিার (৩০আগস্ট) দিনব্যাপী নগরীর মুজগুন্নী ও ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে গোয়েন্দা শাখাসহ গঠিত একটি ট্যাস্কফোর্স বৃহস্পতিবার দিনব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। মুজগুন্নী এলাকায় অভিযানের গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের পুত্র শেখ রুবেলকে ১০পিস ইয়াবাসহ আটক করেন। অপরটি ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা ফুলতলা উপজেলা পয়গ্রামে অভিযানে মোঃ ফারুক হোসেন ভুইয়ার পুত্র মোঃ ইবাদুল ভুইয়াকে ১০পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করেন। অভিযানে সময় মোঃ ইদ্রিস মোল্লার স্ত্রী নাজমা বেগম (৩৬) পালিয়ে যান। এ ব্যাপারে পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় তিন জনের নাম উল্লেখ করা মাদকের আইনের মামলা দায়ের করা হয়। অভিযানে সময় সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন, ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামসহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।