জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সাথে স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সভা

0
271

বিজ্ঞপ্তি : রবিবার সকাল ১০টায় খুলনা জেনারেল হাসপাতালে আরএমও ডাঃ মাহবুবুর রহমানের সাথে খুলনা জেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের মত বিনিময় সভা তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন। ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়ার পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফোরামের যুগ্ম সম্পাদক সীমা রায়, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, নির্বাহী সদস্য রোজি রহমান, এম এম তারিকুজ্জামান, শেখ আব্দুল হালিম, আফরোজা ইসলাম, সহকারি প্রোগ্রাম অফিসার শরিফুল আলম লিটন, ইনফরমেশন ডেক্স অফিসার সাবিহা খাতুন প্রমূখ। সভায় খুলনায় আধুনিক জেনারেল হাসপাতাল গড়ে তোলার জন্য ইতোমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। ৬তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের জন্য সরকার ৩৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে পুরাতন ভবন অপসারণ কাজ শুরু হয়েছে বলে অবগত করা হয়। সভায় আগস্ট মাসে হাসপাতালে ৬৫জন নারীর ডেলিভারী হয়। এর মধ্যে নরমাল ৩২ জন ও ৩৩ জন সিজারিয়ান। খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলা মা ও শিশু মৃত্যুহার অনেকাংশে হ্রাস পেয়েছে। এ জন্য গর্ভবর্তী মাকে কাউন্সিল করতে হবে বলে সভায় অভিমত পেশ করা হয়। এছাড়া শিগগিরই খুলনায় দ্বিতীয়বারের মত আবারো স্বাস্থ্য মেলা করার ব্যাপারে আলোচনা হয়।